ঢাকাThursday , 29 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

admin544
February 29, 2024 6:19 pm
Link Copied!

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁর বদল গাছীতে আইন শৃঙ্খলার নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন দিক উল্লেখ করে এবং এর সমাধান নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আইন শৃঙ্খলার বিভিন্ন দিক আলোচনায় কৃষকের উৎপাদিত পণ্যের উপর অন্যায় ভাবে টোল চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসে।
সভায় উপস্থিত বদল গাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুবু এবিষয়ে বলেন, কৃষকের কষ্টে উৎপাদিত পণ্য নিয়ে আগামীতে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেটা আমরা কঠোর হাতে দমন করবো। তিনি আরও বলেন, প্রতিটি হাটে দ্রব্য মূল্য ও খাজনা আদায়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হোক।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান বলেন, হাটে সাধারণ কৃষকের কাছে অন্যায় ভাবে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় আমাকে অনেক লাঞ্চিত হতে হয়েছে।
সভার সভাপতি তৃপ্তি কনা মন্ডল বিষয় গুলো নিরসনের লক্ষে সুনির্দিষ্ট তথ্য সহ সঠিক প্রমাণ দিয়ে সহযোগিতা চেয়েছেন।সঠিক সময়ে আমাকে অবগত করলে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বদল গাছী উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।