মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম
বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বরাবরের মত সমাজ ও দেশের জন্য ভিন্নধর্মী চিন্তা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে, এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের অন্ধ হাফেজ দের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আয়োজন করেছে, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই মার্চ জুমাবার সকাল ৮ টা থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংলগ্ন সড়ক বাদশা কনভেনশন হলে, নিবন্ধন করা যাবে আগামী ৫ ই মার্চ পর্যন্ত, শুধুমাত্র অন্ধ হাফেজ দের জন্য এই প্রতিযোগিতায় বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্ধারিত করা হবে, চূড়ান্ত পর্বে যিনি প্রথম স্থান অধিকার করবে উনার জন্য থাকবে নগদ এক লক্ষ টাকা ও ঈদের উপহার, যিনি দ্বিতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ৫০ হাজার টাকা ও ঈদের উপহার, যিনি তৃতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ২৫ হাজার টাকা ও ঈদের উপহার, এতে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে নগদ অর্থসহ ঈদের উপহার, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অন্ধ হাফেজদের প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে সারা পৃথিবীতে, আপনার আসেপাশে কোন অন্ধ হাফেজ থাকলে অনুগ্রহ করে উনার কাছে বার্তারি পৌঁছে দিন, এবং আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন যেন সবাই এই বার্তাটি পাই, আসুন একসাথে হাতে হাত রেখে অন্ধ হাফেজদের পাশে দাঁড়াই, হয়ত এমনও হতে পারে এই আয়োজন এর মাধ্যমে ওনার জীবনের মোড় ঘুরে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছে, মহৎ এই আয়োজনে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি, নিবন্ধন সম্পন্ন করতে যোগাযোগ করুন
01819 608 605 ( WhatsApp
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ