২৮-০২-২০২৪
স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে এক প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নির্মাণ কাজের সময়ে। এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। শ্রমিক সরদার রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,বেশ কয়েকদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে। এই কাজটি করছে জাকির হোসেনের ব্রাদার্স কন্সট্রাকসন।
সোমবার ১১টার দিকে রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন (সিভিল) দেখতে যান। সেখানে কাজের বিষয়ে শ্রমিকদের সাথে তর্কে জড়িয়ে যান। শ্রমিকরা কাজের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাতে বললে তিনি শাহীন আলমসহ তিনজনকে মারপিট করেন। এরমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড প্রকৌশলীও প্রহৃত হন।এর প্রতিবাদে দুইদিন থেকে ওই কাজ বন্ধ রয়েছে।
জানা যায়,প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রায়ই শ্রমিকদের সাথে অশালিন আচরনে জড়িয়ে থাকেন। এর জের ধরে ২০২০ সালে ঠিকাদারের লোকজন হামলা চালিয়ে তাকে আহত করেন। এ নিয়ে মামলাও হয়েছিল। অভিযুক্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে গণপূর্ত রাজশাহীর এক্সচেঞ্জ প্রকৌশলী শামিউল ইসলাম জানান,শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীর মনোমানিন্য হয়েছিল। সন্ধ্যায় উভয়পক্ষ বসে আপোষ-
মীমাংসা হয়েছে।আজ থেকে নির্মাণ কাজ চলবে।