মোঃশিহাব উদ্দিন টোকন
লালপুর( নাটোর) প্রতিনিধি :
সম্মেলনের ১৯ মাস পর নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে উপজেলা আড়বাব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এর নির্দেশে
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর পূর্ব ঘোষিত চার জন সহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, নব নির্বাচিত সহ সভাপতি মোর্শেদ আলম, অধ্যাপক আব্দুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দীপক কুমার,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম উজ্জল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম,সহ প্রচার সম্পাদক রমজান আলী,দপ্তর সম্পাদক ইঞ্জি: ইউসুফ আলী, সহ দপ্তর সম্পাদক রাসিদুল ইসলাম বিপ্লব,সম্মানিত সদস্য আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোখলেছুর রহমান, আলতাফ হোসেন কুটি, সোহেল রানা কনক সহ আরও অনেক নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৭ জুলাই ২০২৩ সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করর্পোরেশের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কমিটির সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহ সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় এই চারজনের নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদের নামসহ শিগগিরই অনুমোদিত কমিটি দেওয়া হবে জানানো হয়েছিল ওই সম্মেলনে।