মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,
স্মার্ট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার।
এই শ্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো স্হানীয় সরকার দিবস ২০২৪।
২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০.৩০ টায় জাতীয় স্হানীয় সরকার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বদল গাছী উপজেলা চত্ত্বরে র্যালী শেষে নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ(এল,জি,ই,ডি),সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ,এফ।বক্তাগন বলেন, স্হানীয় সরকারের যে দ্বায়িত্ব তা যতাযত ভাবে পালন করতে দ্বায়িত্ব প্রাপ্তদের অবহেলার কোন সুযোগ নেই।
সভার সভাপতি তৃপ্তি কনা মন্ডল বলেন, আমাদের দ্বায়িত্ব ও ক্ষমতার বাইরে কিছু করার নেই। আর সেটি যদি আমরা জনগনকে সঠিক দ্বায়িত্ব পালনের মধ্য দিয়ে বোঝাতে পারি তাহলেই আমারা সফল। বক্তারা আরও বলেন আজকের এই কর্মসূচি একটি মেল বন্ধনের দিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বদল গাছী উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ